চোটে বড় ধাক্কা চেলসির, কোল পালমার ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চোটে বড় ধাক্কা চেলসির, কোল পালমার ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে
ক্রীড়া ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দল চেলসি বড় ধাক্কা খেলো। দলের অন্যতম সেরা মিডফিল্ডার কোল পালমারকে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের প্রধান কোচ এনজো মারোস্কা।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে সংবাদ সম্মেলনে মারোস্কা জানান, পালমারের চোট আগের ধারণার চেয়ে অনেক বেশি গুরুতর। তিনি বলেন, “আমি ভুল করেছিলাম। দুঃখজনকভাবে কোলকে আরও অন্তত ছয় সপ্তাহ বাইরে থাকতে হবে। এটিই এখনকার আপডেট।”
২৩ বছর বয়সি এই ইংলিশ তারকা গত ২০ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২–১ গোলের পরাজয়ের ম্যাচে চোট পান। ম্যাচের প্রথমার্ধেই তাকে মাঠ ছাড়তে হয়। প্রথমে ধারণা করা হয়েছিল, আন্তর্জাতিক বিরতির পরই তিনি মাঠে ফিরতে পারবেন, কিন্তু এখন সেটি সম্ভব হচ্ছে না।
তবে ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে না। মারোস্কা জানিয়েছেন, “আমরা চেষ্টা করছি কোলকে যতটা সম্ভব সুরক্ষিত রাখতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে যখন ফিরবে, তখন যেন পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারে।”
শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে পালমারকে ছাড়াই নামবে চেলসি। কোচ মারোস্কা বলেন, “প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়দের একজনকে প্রতিস্থাপন করা সহজ নয়। এখন আমাদের নতুন কৌশল ও বিকল্প খেলোয়াড়দের ওপর নির্ভর করতে হবে। কোল পালমারের মতো আর কেউ নেই—সে একেবারেই অনন্য।”
কোন মন্তব্য নেই