গাইবান্ধায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার হামলা ও অগ্নিসংযোগ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গাইবান্ধায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার হামলা ও অগ্নিসংযোগ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গাইবান্ধায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার হামলা ও অগ্নিসংযোগ


গাইবান্ধা প্রতিনিধি | টাইমস এক্সপ্রেস ২৪
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভুল চিকিৎসার অভিযোগে এক প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা স্থানীয় ‘মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে’ হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। শনিবার (১৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পারভীন আক্তার পারুল (২৫) নামের এক গৃহবধূকে পলাশবাড়ী পৌর শহরের মা ক্লিনিকে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে তার সিজারিয়ান অপারেশন শুরু হয়। কয়েক ঘণ্টা পরও সন্তান প্রসব না হওয়ায় ভোর ৪টার দিকে প্রসূতি ও নবজাতক উভয়ের মৃত্যু হয়।

রোগীর স্বজনদের অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি গোপন রেখে কৌশলে লাশ রংপুরে সরকারি হাসপাতালে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্বজন ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ক্লিনিকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে সেনা সদস্য, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহত পারভীন আক্তার পারুল উপজেলার বিশ্রামগাছী গ্রামের শামীম মিয়ার স্ত্রী ও জামালপুর গ্রামের বাদশা মিয়ার মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

স্বজনদের দাবি, পারুলের আগেও দুটি সিজারিয়ান অপারেশন হয়েছিল, কিন্তু এবার চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়। তারা সংশ্লিষ্ট চিকিৎসক ফাতেমা বেগমের শাস্তি ও ক্লিনিক বন্ধের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্রু জানান, “এখন পর্যন্ত নিহতের পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকউজ্জামান জানান, ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর আগেও একই কারণে ক্লিনিকটি দেড় মাস বন্ধ রাখা হয়েছিল। তিনি বলেন, “চিকিৎসক বা এনেস্থেসিয়া বিশেষজ্ঞের অবহেলা থাকতে পারে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগমের মালিকানাধীন মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে একাধিকবার প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে।

কোন মন্তব্য নেই