সীমান্ত সংঘাতের পর দোহায় শান্তি আলোচনায় বসছে পাকিস্তান ও আফগানিস্তান
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সীমান্ত সংঘাতের পর দোহায় শান্তি আলোচনায় বসছে পাকিস্তান ও আফগানিস্তান
আন্তর্জাতিক ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
দীর্ঘ এক সপ্তাহের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর অবশেষে শান্তির টেবিলে বসছে পাকিস্তান ও আফগানিস্তান। শনিবার (১৮ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় শুরু হবে দুই দেশের মধ্যে বহুল আলোচিত শান্তি আলোচনা।
রয়টার্স জানায়, আলোচনার সময়কাল নিশ্চিত করতে উভয় দেশ যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৮ ঘণ্টা বাড়িয়েছে। এর আগে গত সপ্তাহে সংঘাত বেড়ে যাওয়ার পর দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল।
আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, “প্রতিশ্রুতি অনুযায়ী পাকিস্তানি প্রতিনিধিদের সঙ্গে আজ দোহায় আলোচনা অনুষ্ঠিত হবে।” তিনি আরও জানান, কাবুলের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব।
অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তাদের পক্ষ থেকে আলোচনার নেতৃত্ব দেবেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। এক বিবৃতিতে বলা হয়, আলোচনায় আফগান ভূখণ্ড থেকে উদ্ভূত সন্ত্রাসী হামলা বন্ধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়া হবে।
দুই দেশের মধ্যে প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ বিরোধপূর্ণ সীমান্ত রয়েছে। গত সপ্তাহে আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলার পর উত্তেজনা চরমে ওঠে। এর প্রতিক্রিয়ায় তালেবান বাহিনী আফগান সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় পাকিস্তানি সেনাদের উপর পাল্টা আক্রমণ চালায়, যাতে অন্তত ৫৮ পাকিস্তানি সেনা নিহত হন বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম।
এদিকে বুধবারের নতুন সংঘর্ষে পাকিস্তানি বাহিনীর হামলায় ১২ আফগান বেসামরিক নাগরিক নিহত হওয়ার অভিযোগ তুলেছে কাবুলের তালেবান প্রশাসন।
দোহা বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনের আশা করছে আন্তর্জাতিক মহল। পর্যবেক্ষকরা বলছেন, এটি সফল হলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
কোন মন্তব্য নেই