বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই আলোচনায় মাহি–রকিব: বিয়ের তারিখ নিয়েই ভুল বোঝাবুঝি! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই আলোচনায় মাহি–রকিব: বিয়ের তারিখ নিয়েই ভুল বোঝাবুঝি!

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই আলোচনায় মাহি–রকিব: বিয়ের তারিখ নিয়েই ভুল বোঝাবুঝি!


বিনোদন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারকে ঘিরে ফের আলোচনায় সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। দীর্ঘদিন ধরেই তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও এবার ঘটনাটা যেন উল্টো পথে মোড় নিয়েছে।

সম্প্রতি রকিব সরকার নিজের ফেসবুক প্রোফাইলে হঠাৎই লিখেছেন— “Married to Mahiya Mahi”। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয় এবং ভক্তরা শুভেচ্ছা জানাতে শুরু করেন।

তবে হাস্যরসের রেশও ছিল সেখানে। রকিবের পোস্টের নিচে মাহি নিজেই মন্তব্য করেন, “উল্টা পাল্টা কি ডেট দিছো!” সঙ্গে জুড়ে দেন রাগের ইমোজি।

রকিবের প্রোফাইলে তাদের বিয়ের তারিখ দেওয়া রয়েছে ১২ সেপ্টেম্বর ২০২১, কিন্তু সে সময় গণমাধ্যমে প্রচারিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২১। এই ‘বিয়ের তারিখ ভুল’ নিয়েই শুরু হয়েছে নতুন কৌতূহল ও মজার আলোচনা।

অন্যদিকে মাহিও নিজের প্রোফাইলে আপডেট দিয়েছেন— ‘Married to Rakib Sarkar’, যা দেখে অনেকে ধারণা করছেন, দম্পতি আবারও সম্পর্কের স্থায়িত্বের বার্তা দিতে চেয়েছেন জনসম্মুখে।

রাইজিংবিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি স্পষ্টভাবে বলেন, “আমাদের ডিভোর্স হয়নি। রাগের মাথায় আমি বিচ্ছেদের কথা বলেছিলাম। এখন নিয়মিত যোগাযোগ হচ্ছে।”

বর্তমানে মাহি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে, আর রকিব আছেন ভারতে। যদিও ভৌগোলিক দূরত্ব থাকলেও তাদের সম্পর্কের বন্ধন এখনো অটুট, এমনটাই বুঝিয়ে দিচ্ছে তাদের সাম্প্রতিক অনলাইন পোস্ট।

কোন মন্তব্য নেই