ঢাকা লিগ বয়কটে অনিশ্চয়তা, সমাধানের উদ্যোগে মিঠুনরা যাচ্ছেন তামিমদের কাছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঢাকা লিগ বয়কটে অনিশ্চয়তা, সমাধানের উদ্যোগে মিঠুনরা যাচ্ছেন তামিমদের কাছে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 ঢাকা লিগ বয়কটে অনিশ্চয়তা, সমাধানের উদ্যোগে মিঠুনরা যাচ্ছেন তামিমদের কাছে


ক্রীড়া ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে ঘিরে ঢাকার ৪০টি ক্লাব ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছে, যা ঘরোয়া ক্রিকেটে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। এই পরিস্থিতিতে খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে গভীর উদ্বেগ।

বিদ্রোহী ক্লাবগুলোর মধ্যে রয়েছে তামিম ইকবালের ওল্ড ডিওএইচএস, বিসিবির সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবুর ক্লাব, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান মাসুদ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর ক্লাবগুলোর সঙ্গে আলোচনার আশ্বাস দিলেও তা এখনও শুরু হয়নি।

তবে এবার খেলোয়াড়রাই উদ্যোগী হয়েছেন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন শনিবার জানিয়েছেন, তারা ক্লাবগুলোর সঙ্গে বসবেন, যেন মাঠে আবারও ক্রিকেট ফেরে এবং ক্লাব–বোর্ডের দ্বন্দ্বের অবসান ঘটে।

মিঠুন বলেন,

“আমরা জানি ক্লাবগুলোর সঙ্গে বোর্ডের একটা সমস্যা চলছে। তবে খেলোয়াড়দের স্বার্থেই আমরা আলোচনায় বসছি। যেন লিগগুলো অনুষ্ঠিত হয়, আর কেউ ক্ষতিগ্রস্ত না হয়।”

তিনি আরও বলেন,

“আমরা সেই ক্লাবগুলোর সঙ্গে কথা বলব যারা লিগে অংশ নিতে চায় না। আশা করছি, তারা খেলোয়াড়দের দিকটা বিবেচনা করবেন এবং ইতিবাচক সিদ্ধান্ত দেবেন।”

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটারদের আয়ের বড় উৎস ঢাকা প্রিমিয়ার লিগ। শুধু খেলোয়াড় নয়— কোচ, ফিজিও, গ্রাউন্ডসম্যানসহ প্রায় দুই হাজার মানুষের জীবিকা জড়িয়ে আছে এই লিগের সঙ্গে।

মিঠুন সতর্ক করে বলেন,

“ঢাকা লিগ বন্ধ হলে দুই হাজার পরিবার হুমকির মুখে পড়বে। গত বছরও খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার যেন তা না হয়, সেই আশায় ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করছি।”

খেলোয়াড়দের প্রত্যাশা— মিঠুনদের এই আলোচনার মাধ্যমে বিসিবি ও ক্লাবগুলোর অচলাবস্থা দূর হয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আবারও প্রাণ ফিরে আসবে।

কোন মন্তব্য নেই