প্রথমবার রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে লালন স্মরণোৎসব | শুক্রবার শুরু হবে তিন দিনের মেলা
প্রথমবার রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে লালন স্মরণোৎসব | শুক্রবার শুরু হবে তিন দিনের মেলা
নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ–এর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আগামী শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দিনের লালন স্মরণোৎসব ও মেলা। এবছরই প্রথমবারের মতো এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হচ্ছে—যা ঘিরে উচ্ছ্বসিত সাধু, ভক্ত ও দর্শনার্থীরা।
শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর লালন আখড়াবাড়ি প্রাঙ্গণে রাষ্ট্রীয়ভাবে স্মরণোৎসবের উদ্বোধন হবে। ইতোমধ্যে মেলার মাঠ ও আশপাশে সাজানো হয়েছে আলোকসজ্জা, বসেছে হরেক রকমের দোকান ও আয়োজন।
🎶 তিন দিনের উৎসবমুখর আয়োজন
শুক্রবার সাধুদের রীতিতে স্মরণোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এর পাশাপাশি চলবে গ্রামীণ মেলা, আলোচনাসভা ও লালনের গানের আসর, যা চলবে প্রতিদিন গভীর রাত পর্যন্ত।
উৎসব শেষ হবে আগামী রবিবার (১৯ অক্টোবর)।
এবারের আয়োজনে বিশেষভাবে থাকবে প্রয়াত কিংবদন্তি লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী।
💬 ভক্ত ও আয়োজকদের প্রতিক্রিয়া
সাধু আনু ফকির বলেন, “এবারের লালন স্মরণোৎসব রাষ্ট্রীয়ভাবে বড় আকারে হচ্ছে—এতে আমরা গর্বিত ও আনন্দিত। এতে লালনের দর্শন আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।”
আরেক অনুসারী মামুন সাধু বলেন, “এই আয়োজন অনেক আগেই রাষ্ট্রীয়ভাবে হওয়া উচিত ছিল। এবার সরকার সেই উদ্যোগ নেওয়ায় আমরা কৃতজ্ঞ।”
নিয়মিত দর্শনার্থী জেরিন বলেন, “প্রতিবছরই লালনের মেলায় আসি। এবার রাষ্ট্রীয়ভাবে পালনের কারণে মানুষের আগ্রহ ও উপস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি হবে।”
🏛️ প্রশাসনের প্রস্তুতি
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানিয়েছেন,
“লালন শাহের ১৩৫তম স্মরণোৎসব সফলভাবে আয়োজনের জন্য জেলা প্রশাসন, লালন একাডেমি ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”

কোন মন্তব্য নেই