চাকসু নির্বাচন ২০২৫: প্রথম ৪ ঘণ্টায় ৩৫ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চাকসু নির্বাচন ২০২৫: প্রথম ৪ ঘণ্টায় ৩৫ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
 চাকসু নির্বাচন ২০২৫: প্রথম ৪ ঘণ্টায় ৩৫ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
📅 প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটের প্রথম ৪ ঘণ্টায় ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ১৫টি কেন্দ্রের ৬০টি ভোটকক্ষে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।


🕘 শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে

চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন,

“দুপুর ১টা পর্যন্ত মোট ভোটারের প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। এখনো কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন রয়েছে।”

তিনি আরও জানান, সব কেন্দ্রেই নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


🧾 প্রার্থী ও ভোটারের পরিসংখ্যান

চাকসু ও হল সংসদ মিলে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯০৮ জন প্রার্থী
এর মধ্যে চাকসুর ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী

📌 পদভিত্তিক প্রার্থীর সংখ্যা:

  • সহ-সভাপতি (ভিপি): ২৩ জন

  • সাধারণ সম্পাদক (জিএস): ২২ জন

  • সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২১ জন

  • নির্বাহী সদস্য: ৮৫ জন

ভোটার সংখ্যা মোট ২৭,৪১৩ জন — এর মধ্যে ছাত্র ভোটার ১৬,০৮৪ জন (৫৮.৪৭%) এবং ছাত্রী ভোটার ১১,৩২৯ জন (৪১.১৭%)
এদের মধ্যে ৭০ শতাংশ অনাবাসিক এবং ৩০ শতাংশ আবাসিক বা হোস্টেলভিত্তিক শিক্ষার্থী।


📦 ভোটগ্রহণ ব্যবস্থা

৬০টি নির্বাচনি কক্ষের প্রতিটিতে রয়েছে পাঁচটি ব্যালট বাক্স।
প্রতিটি কক্ষে সর্বাধিক ৫০০ জন ভোটার ভোট দিতে পারবেন।
একজন ভোটার চাকসুতে ২৬টি ও হল সংসদে ১৪টি—মোট ৪০টি ব্যালটে ভোট দিচ্ছেন।
প্রতিটি ভোটের জন্য বরাদ্দ সময় ১০ মিনিট


🚌 শিক্ষার্থীদের জন্য শাটল ট্রেন ব্যবস্থা

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষার্থীদের আনা–নেওয়ার সুবিধার্থে ২২ বার শাটল ট্রেন চলাচল করবে। এতে ভোটারদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই