চঞ্চল চৌধুরী এবার ব্রাত্য বসুর নতুন সিনেমা ‘শিকড়’-এ, শুটিং চলছে বোলপুরে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চঞ্চল চৌধুরী এবার ব্রাত্য বসুর নতুন সিনেমা ‘শিকড়’-এ, শুটিং চলছে বোলপুরে

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চঞ্চল চৌধুরী এবার ব্রাত্য বসুর নতুন সিনেমা ‘শিকড়’-এ, শুটিং চলছে বোলপুরে

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫
বিনোদন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী আবারও অভিনয় করছেন ওপার বাংলার সিনেমায়। দীর্ঘ বিরতির পর তিনি অংশ নিয়েছেন ব্রাত্য বসু পরিচালিত নতুন সিনেমা ‘শিকড়’-এর শুটিংয়ে। বর্তমানে সিনেমার দৃশ্যধারণ চলছে পশ্চিমবঙ্গের বোলপুরে

এই সিনেমাটি তৈরি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুইটি গল্পের সংমিশ্রণে। এতে চঞ্চল চৌধুরী একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাবা-ছেলের মমতাময় সম্পর্ক। চরিত্রটির ডিমেনশিয়া (ভুলে যাওয়ার রোগ) রয়েছে—যা চঞ্চলের ব্যক্তিজীবনের এক বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিলে যায়।

চঞ্চল বলেন,

“আমি গ্রামের ছেলে, তাই মাটির টান সবসময় অনুভব করি। এই সিনেমায় সেই মাটির গন্ধ আছে। শুটিংয়ের সময় মনে হচ্ছিল আমি যেন নিজের অতীতে ফিরে গেছি।”

প্রথমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাটিতে শুটিং করে অভিনেতা হয়েছেন আবেগাপ্লুত। তিনি বলেন,

“রবীন্দ্রনাথ তো প্রাণের ঠাকুর। তাঁর মাটিতে এসে না ঘুরলে কি চলে?”

পরিচালক ব্রাত্য বসু জানান,

“‘শিকড়’ মূলত সম্পর্ক আর শিকড়ের সন্ধানের গল্প। আমি নিজেও শিকড়বিহীন মানুষ, তাই এই সিনেমা আমার ব্যক্তিগত অনুসন্ধানের প্রতিচ্ছবি।”

তিনি আরও বলেন,

“এই গল্পে রাজনীতি আছে, সমাজ আছে, ভালোবাসা আছে—জীবন যেমন হয়, ঠিক তেমন।”

বারাণসীতে দুই দিন ও বোলপুরে আট দিন ধরে চলছে শুটিং। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি আগামী বছরের মার্চে মুক্তি পাবে।

কোন মন্তব্য নেই