প্যারিসের বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি, অমূল্য রাজমুকুটের গহনা উধাও

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
প্যারিসের বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি, অমূল্য রাজমুকুটের গহনা উধাও
অনলাইন ডেস্ক │ টাইমস এক্সপ্রেস ২৪
বিশ্বখ্যাত প্যারিসের ল্যুভর জাদুঘরে রবিবার (১৯ অক্টোবর) দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটির পরপরই জাদুঘরটি বন্ধ ঘোষণা করা হয়।
ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাচিদা দাতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান, জাদুঘরটি খোলার কিছু সময় পরই ডাকাতির ঘটনা ঘটে। তিনি বর্তমানে ঘটনাস্থলে আছেন এবং পুলিশ তদন্ত শুরু করেছে বলে নিশ্চিত করেন।
জাদুঘর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিশেষ কারণে’ আজকের দিনের জন্য জাদুঘর বন্ধ থাকবে। তবে নিরাপত্তাজনিত কারণে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ বলেন, ল্যুভর জাদুঘর থেকে চুরি হওয়া গহনাগুলো ‘অমূল্য’।
ফরাসি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনজন মুখোশধারী দুর্বৃত্ত সংস্কারাধীন একটি মালবাহী লিফট ব্যবহার করে অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে। এই গ্যালারিতে ফ্রান্সের রাজমুকুটের অবশিষ্ট অলংকার সংরক্ষিত ছিল। ডাকাতরা জানালা ভেঙে প্রবেশ করে এবং পরে মোটর স্কুটারে করে পালিয়ে যায়।
চুরি হওয়া জিনিসপত্রের সঠিক মূল্য এখনও নির্ধারণ করা যায়নি।
পর্যটকদের কাছে ল্যুভর জাদুঘর বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থান। বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির অনবদ্য চিত্রকর্ম ‘মোনালিসা’ এখানেই সংরক্ষিত রয়েছে।
কোন মন্তব্য নেই