জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী আসছেন, এলডিপি–ইশিন জোট সরকার গঠনের পথে
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী আসছেন, এলডিপি–ইশিন জোট সরকার গঠনের পথে
আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
জাপানের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দেশটির শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং জাপান ইনোভেশন পার্টি (ইশিন) একত্রে জোট সরকার গঠনের বিষয়ে সম্মত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) জাপানি সংবাদমাধ্যম কিওডো নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে জানায়, এই ঐতিহাসিক সমঝোতার মাধ্যমে জাপান প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে— সানায়ে তাকাইচি। তিনি এলডিপির নেতা এবং জাপানের রক্ষণশীল রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত।
প্রতিবেদনে বলা হয়, তাকাইচি ও ইশিন নেতা হিরোফুমি ইয়োশিমুরা সোমবার একটি আনুষ্ঠানিক জোট চুক্তিতে স্বাক্ষর করবেন। এর মাধ্যমে দুই দলের মধ্যে রাজনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে।
ইশিন পার্টির সহ-প্রধান শুক্রবার জানান, জোট আলোচনায় বড় অগ্রগতি হয়েছে। রোববার সন্ধ্যায় তিনি বলেন, “আমরা এখন চূড়ান্ত পর্যায়ে আছি, সোমবারই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”
জানা গেছে, ইশিন পার্টি আগামী মঙ্গলবার সংসদে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটে তাকাইচিকে সমর্থন দেবে। তবে প্রাথমিকভাবে তারা মন্ত্রিসভায় অংশ নেবে না।
উল্লেখ্য, এর আগে দীর্ঘ ২৬ বছরের সম্পর্কের পর কোমেইতো দল চলতি মাসের শুরুতে এলডিপির সঙ্গে জোট ভেঙে দেয়, যা সরকারের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছিল।
ইশিন পার্টির নেতা ফুজিতা বলেন, “আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে পারস্পরিক বিশ্বাস আরও গভীর হয়েছে। আগামীকাল সেই বিশ্বাসের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নেব।”
অন্যদিকে তাকাইচি চলতি মাসের শুরুতে এলডিপির নেতৃত্ব নির্বাচনে জয়ী হয়ে বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার উত্তরসূরি হিসেবে প্রায় নিশ্চিত হয়েছিলেন। কোমেইতো জোট ত্যাগের পর নতুন রাজনৈতিক সমীকরণে এখন এলডিপি–ইশিন জোট সরকার গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে।

কোন মন্তব্য নেই