নারায়ণগঞ্জে গ্রেপ্তার ‘পুলিশ পরিচয়ে ডাকাতি’র মূল হোতা কুরবান আলী

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নারায়ণগঞ্জে গ্রেপ্তার ‘পুলিশ পরিচয়ে ডাকাতি’র মূল হোতা কুরবান আলী
খুলনা প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
খুলনা র্যাব-৬ ও নারায়ণগঞ্জ র্যাব-১১-এর যৌথ অভিযানে পুলিশের পরিচয়ে সংঘটিত ডাকাতি মামলার মূল হোতা মো. কুরবান আলী (৩৮) গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত কুরবান আলী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার মধুহাটি গ্রামের বাসিন্দা এবং ওই থানায় দায়ের করা চাঞ্চল্যকর “পুলিশ পরিচয়ে ডাকাতি” মামলার ৬নং এজাহারনামীয় আসামি।
প্রাথমিক তদন্তে জানা যায়, ৬ অক্টোবর রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া এলাকায় দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত একদল ডাকাত স্থানীয় এক পরিবারের বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে প্রায় ১৬ ভরি ৯ আনা স্বর্ণালঙ্কার ও নগদ ১৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তিনজন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক প্রচার পায় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঘটনার পর থেকেই র্যাব-৬ আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছিল। অবশেষে যৌথ অভিযানে মূল হোতা কুরবান আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
র্যাব জানায়, “আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সর্বদা কঠোর পরিশ্রম করছে। চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই