যুক্তরাষ্ট্রের রহস্যময় ‘এরিয়া ৫১’: যে তথ্যগুলো জানলে চমকে যাবেন
যুক্তরাষ্ট্রের রহস্যময় ‘এরিয়া ৫১’: যে তথ্যগুলো জানলে চমকে যাবেন
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি গোপন ও রহস্যময় সামরিক ঘাঁটি— ‘এরিয়া ৫১’। decades ধরে এটি বিশ্বের অন্যতম আলোচিত ‘কনস্পিরেসি স্পট’।
এখানে নাকি চলে ভিনগ্রহের প্রাণী, অদ্ভুত প্রযুক্তি, এমনকি সময় পরিভ্রমণ সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা!
অফিসিয়ালি, মার্কিন বিমান বাহিনী বলছে— এখানে শুধুমাত্র উন্নতমানের এয়ারক্রাফট ও অস্ত্র প্রযুক্তি পরীক্ষা হয়। কিন্তু তথ্যের গোপনীয়তা এতটাই কঠোর যে, এর চারপাশে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য রহস্য ও চাঞ্চল্যকর তত্ত্ব।
🔹 কনস্পিরেসি থিওরি ১: ‘ফ্লাইং সসার’ প্রকল্প এস-৪
১৯৮৯ সালে বব লাজার নামে এক ব্যক্তি দাবি করেন, তিনি ‘এরিয়া ৫১’-এর একটি গোপন ইউনিটে (এস-৪ প্রজেক্টে) কাজ করেছিলেন।
তার ভাষ্য, “আমাকে এমন একটি বাসে করে নেওয়া হতো যাতে বাইরের কিছুই দেখা যেত না।”
তিনি দাবি করেন, সেখানে এমন কিছু ফ্লাইং সসার দেখেছেন, যেগুলো পৃথিবীতে তৈরি হতে পারে না।
পরে এসব গোপনে টেস্ট ফ্লাইটে ব্যবহৃত হতে দেখেন বলেও জানান তিনি।
🔹 কনস্পিরেসি থিওরি ২: এলিয়েন জিজ্ঞাসাবাদ কেন্দ্র!
লাজারের মতে, ‘এরিয়া ৫১’-এ ভিনগ্রহের প্রাণীদের জিজ্ঞাসাবাদ করা হয়— যেন তারা কোনো অপরাধী!
তিনি নিজে নাকি দেখেছিলেন ছোট, ধূসর বর্ণের এক প্রাণীকে দুজন বিজ্ঞানীর মাঝে দাঁড়িয়ে থাকতে।
🔹 কনস্পিরেসি থিওরি ৩: ‘ভিক্টর’ ভিডিও রহস্য
১৯৯৭ সালে ভিক্টর নামে এক ব্যক্তি দাবি করেন, তিনি সেখানে কাজ করতেন এবং এলিয়েন জিজ্ঞাসাবাদের একটি ভিডিও ধারণ করেন।
ভিডিওতে দেখা যায়, এক সামরিক অফিসার টেলিপ্যাথির মাধ্যমে আহত এক ভিনগ্রহীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
🔹 কনস্পিরেসি থিওরি ৪: এলিয়েন অটোপসি ভিডিও
নব্বইয়ের দশকে ছড়িয়ে পড়া ১৭ মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, বায়ো-স্যুট পরিহিত বিজ্ঞানীরা এক ছোট এলিয়েনের দেহে গবেষণা করছেন।
যদিও পরবর্তীতে অনেকেই ভিডিওটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
🔹 কনস্পিরেসি থিওরি ৫: ৪০ তলা ভূগর্ভস্থ বাঙ্কার!
কেউ কেউ দাবি করেন, ‘এরিয়া ৫১’-এর নিচে রয়েছে ৪০ তলা গভীর বাঙ্কার, যেখানে লুকিয়ে রাখা হয়েছে গোপন বিমান ও প্রযুক্তি, যেগুলোর স্যাটেলাইটেও কোনো হদিস পাওয়া যায় না।
🔹 কনস্পিরেসি থিওরি ৬: মানুষ-এলিয়েন যৌথ গবেষণা
আরও বিস্ময়কর ধারণা হলো— আমেরিকান সরকার ও এলিয়েনরা নাকি একসঙ্গে কাজ করছে!
তাদের লক্ষ্য, ভবিষ্যতের পৃথিবীতে মানুষ-এলিয়েন সংকর প্রজাতি তৈরি করে নেতৃত্ব প্রতিষ্ঠা করা।
🔹 কনস্পিরেসি থিওরি ৭: ‘ম্যাজেস্টিক ১২’—গোপন শক্তিধর দল
‘ম্যাজেস্টিক ১২’ নামে একটি গোপন মার্কিন দল—যাদের সদস্যরা বিজ্ঞানী ও সেনা কর্মকর্তা।
কনস্পিরেসি তত্ত্ব অনুযায়ী, তারা ১৯৪৭ সাল থেকে এলিয়েনদের সঙ্গে প্রযুক্তি বিনিময় করছে, যার বিনিময়ে ভিনগ্রহীরা মানুষ ও প্রাণীর ওপর পরীক্ষা চালানোর অনুমতি পেয়েছে!
🔹 সময় ভ্রমণ ও টেলিপোর্টেশন পরীক্ষার দাবি
অনেকে বিশ্বাস করেন, ‘এরিয়া ৫১’-এ চলছে সময় ভ্রমণ ও টেলিপোর্টেশনের মতো বিজ্ঞান কল্পকাহিনীকেও হার মানানো প্রকল্প।
তবে মার্কিন কর্তৃপক্ষ এসব দাবি কখনো স্বীকারও করেনি, অস্বীকারও করেনি।
কোন মন্তব্য নেই