কেন বিমানের সব সিট একদিকে মুখ করে সাজানো থাকে?
কেন বিমানের সব সিট একদিকে মুখ করে সাজানো থাকে?
অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫
বিমান ভ্রমণে লক্ষ্য করলে দেখা যায়—সব সিট একদিকে মুখ করে সাজানো থাকে। কিন্তু ট্রেন বা বাসে অনেক সময় সিট মুখোমুখি থাকে। প্রশ্ন আসতে পারে, বিমানে কেন এমনটা নয়?
বিশেষজ্ঞদের মতে, বিমানের সিট একদিকে মুখ করে রাখার পেছনে রয়েছে নিরাপত্তা, আরাম এবং কার্যকারিতার একাধিক কারণ।
প্রথমত, যাত্রীরা যাতে সহজে ও দ্রুতভাবে নামতে পারেন, সেজন্য সিটগুলো একদিকে সাজানো থাকে। মুখোমুখি সিট থাকলে নামার সময় ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
দ্বিতীয়ত, বিমান যখন রানওয়ে ধরে গতি বাড়ায় বা আকাশে উড়ে, তখন যাত্রীরা পেছনের দিকে হেলে পড়েন। একদিকে মুখ করা সিটে বসলে চাপটি পিঠে ও শরীরে সমানভাবে ছড়িয়ে পড়ে, ফলে যাত্রা হয় আরামদায়ক ও নিরাপদ।
তৃতীয়ত, এটি স্পেস বাঁচানোরও কার্যকর উপায়। একই দিকে সিট রাখলে একটি বিমানে বেশি যাত্রী বসানো যায়, যা এয়ারলাইনগুলোর জন্য অর্থনৈতিকভাবে লাভজনক।
তবে ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসে কিছু সিট দুইদিকে মুখ করা থাকে, যাতে যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ উপভোগ করতে পারেন।
কোন মন্তব্য নেই