মা হতে যাচ্ছেন সোনাক্ষী সিনহা? নতুন গুঞ্জনে সরগরম বলিউড
মা হতে যাচ্ছেন সোনাক্ষী সিনহা? নতুন গুঞ্জনে সরগরম বলিউড
বিনোদন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং অভিনেতা জহির ইকবাল–এর বিয়ের পর থেকেই নানা গুঞ্জন ঘিরে রয়েছে এই জুটিকে। এবার শোনা যাচ্ছে—মা হতে যাচ্ছেন সোনাক্ষী!
গত বছরের ২৩ জুন ঘরোয়া আয়োজনে সাত বছরের প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তবে বিয়ের মাত্র কয়েক মাস পরই শুরু হয় সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। যদিও সে সময় তারা বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন।
সাম্প্রতিক এক অনুষ্ঠানে সোনাক্ষী ও জহিরকে একসঙ্গে দেখা যায়। সোনাক্ষীর পরনে ছিল লাল-সাদা এমব্রয়ডারি আনারকলি পোশাক, হাতে মিলিয়ে দোপাট্টা। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে—‘সোনাক্ষী কি গর্ভবতী?’
অনেকেই মন্তব্য করেছেন, “বেবি আসছে”, আবার কেউ কেউ এই দম্পতিকে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন।
তবে এখন পর্যন্ত সোনাক্ষী বা জহির—কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এর আগেও একই প্রশ্নের জবাবে সোনাক্ষী বলেছিলেন,
“আমি অন্তঃসত্ত্বা নই, কেবল একটু মোটা হয়েছি। সবাই যেন আমাদের বিবাহিত জীবনটা শান্তিতে উপভোগ করতে দেয়।”
উল্লেখ্য, ৩৭ বছর বয়সী সোনাক্ষী হিন্দু ধর্মের অনুসারী এবং ৩৫ বছর বয়সী জহির মুসলিম পরিবার থেকে আসা। ধর্মীয় ভিন্নতার কারণে তাদের বিয়ে নিয়েও একসময় নেট দুনিয়ায় চর্চা হয়েছিল। পরবর্তীতে তারা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪ অনুযায়ী বিয়ে রেজিস্ট্রি করেন।
কোন মন্তব্য নেই