ভেনেজুয়েলার উপকূলে মার্কিন হামলা, নিহত ৬ — আন্তর্জাতিক মহলে উত্তেজনা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ভেনেজুয়েলার উপকূলে মার্কিন হামলা, নিহত ৬ — আন্তর্জাতিক মহলে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫
ভেনেজুয়েলার উপকূলে আবারও মার্কিন সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ট্রাম্প ট্রুথ সোশ্যাল–এ এক পোস্টে জানান, নিহতরা “মাদক সন্ত্রাসী” এবং হামলাটি ছিল “মাদক পাচার রোধে গৃহীত সামরিক পদক্ষেপ”। তবে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো প্রমাণ প্রকাশ করেনি যে নৌকাটি সত্যিই মাদক পাচারে জড়িত ছিল।
এটি ভেনেজুয়েলার উপকূলে গত সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনীর পঞ্চম হামলা। এসব হামলায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন।
ঘটনাটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে। বহু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।
এদিকে কলম্বিয়া ও ভেনেজুয়েলা এই হামলার কড়া নিন্দা জানিয়েছে।
ট্রাম্প দাবি করেছেন,
“গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ওই নৌকা একটি পরিচিত চোরাচালান রুটে মাদক পরিবহন করছিল।”
তিনি হামলার সঙ্গে যুক্ত একটি ড্রোন ফুটেজও শেয়ার করেন, যেখানে একটি দ্রুতগামী নৌকা বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে যেতে দেখা যায়।
তবে হামলায় নিহতদের জাতীয়তা বা পরিচয় সম্পর্কে কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
অন্যদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন,
“যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধ শুরু করেছে। আমরা যেকোনো সামরিক আগ্রাসনের জবাব দেব।”
বিশ্লেষকদের মতে, ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের এই ধারাবাহিক সামরিক তৎপরতা মূলত মাদুরো সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল।
ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারকে “অবৈধ” বলে দাবি করছে।
উল্লেখ্য, মার্কিন প্রশাসন মাদুরোর বিরুদ্ধে “কার্টেল অব দ্য সানস” নামে একটি মাদকচক্র পরিচালনার অভিযোগ এনেছে এবং তার গ্রেপ্তারে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে। মাদুরো এই অভিযোগকে “আমেরিকার সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র” বলে অভিহিত করেছেন।
কোন মন্তব্য নেই