রোনালদোর জোড়া গোলেও জয়ের দেখা পেল না পর্তুগাল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রোনালদোর জোড়া গোলেও জয়ের দেখা পেল না পর্তুগাল

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত



রোনালদোর জোড়া গোলেও জয়ের দেখা পেল না পর্তুগাল

ক্রীড়া ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫

৪০ বছর বয়সেও যেন সময়কে হার মানিয়ে খেলছেন ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করেও দলকে জয়ের দেখা এনে দিতে পারেননি তিনি। ম্যাচটি শেষ হয়েছে ২–২ সমতায়

লিসবনের জোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অষ্টম মিনিটেই পিছিয়ে পড়ে পর্তুগাল। দুর্দান্ত এক পাস থেকে আতিলা সালাইয়ের গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সমতায় ফেরার জন্য। ২২তম মিনিটে নেলসন সেমেদোর নিখুঁত পাস থেকে গোল করে রোনালদো স্কোরলাইন ১–১ করেন।

প্রথমার্ধের যোগ করা সময়ের (৪৫+৩ মিনিটে) ঠিক আগেই আবারও আলো ছড়ান পর্তুগিজ অধিনায়ক। নুনো মেন্ডেসের বাঁদিক থেকে তোলা ক্রস ধরে চমৎকার ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি জোয়াও ফেলিক্স ও ব্রুনো ফার্নান্দেজরা। অন্যদিকে, হাঙ্গেরি ম্যাচে ধীরে ধীরে ফিরে আসে এবং ৯০+১ মিনিটে দোমিনিক সোবোসলাইয়ের শটে সমতা ফেরায়

শেষ পর্যন্ত ২–২ ড্রয়ে শেষ হয় উত্তেজনাপূর্ণ এই লড়াই।

রোনালদো ম্যাচে নতুন ইতিহাসও গড়েছেন—
👉 বিশ্বকাপ বাছাইপর্বে তার গোলসংখ্যা এখন ৪১টি,
👉 আর পেশাদার ক্যারিয়ারে মোট ৯৪৮ গোল, যা একটি বিশ্বরেকর্ড।

যদিও এই ড্র পর্তুগালকে গ্রুপের শীর্ষে রেখেছে, তবুও রক্ষণভাগের দুর্বলতা কোচ ও খেলোয়াড়দের ভাবাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, “দলটি এখনো রোনালদো-নির্ভর। ডিফেন্সে স্থিতিশীলতা না আনলে বড় প্রতিপক্ষের বিপক্ষে সমস্যা হতে পারে।”

আগামী ম্যাচে পর্তুগালের লক্ষ্য—রক্ষণভাগের ঘাটতি পূরণ করে ২০২৬ বিশ্বকাপের সরাসরি টিকিট নিশ্চিত করা

কোন মন্তব্য নেই