কুমিল্লা নামে বিভাগ চাই’ স্লোগানে জনসমুদ্রে পূবালী চত্বর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কুমিল্লা নামে বিভাগ চাই’ স্লোগানে জনসমুদ্রে পূবালী চত্বর

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

কুমিল্লা নামে বিভাগ চাই’ স্লোগানে জনসমুদ্রে পূবালী চত্বর



কুমিল্লা প্রতিনিধি | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, শনিবার সন্ধ্যা

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে আবারও উত্তাল কুমিল্লা। নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে নগরীর পূবালী চত্বরে আয়োজিত মহাসমাবেশ রূপ নেয় জনসমুদ্রে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এই মহাসমাবেশে “বিভাগ বিভাগ বিভাগ চাই, কুমিল্লা নামে বিভাগ চাই”— এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো নগরী। দুপুর থেকেই শহর ও আশপাশের উপজেলা থেকে হাজারো মানুষ সমাবেশস্থলে যোগ দিতে শুরু করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন, শিক্ষার্থী, নাগরিক সমাজ ও সাধারণ মানুষ। কুমিল্লা ব্যবসায়িক সমিতির অন্তর্গত ৭২টি সংগঠন সংহতি জানিয়ে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তাদের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখে।

দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়ের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লা শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক— তাই প্রশাসনিকভাবে কুমিল্লাকে বিভাগ ঘোষণা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

সমাবেশে বক্তারা আরও বলেন, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলা একত্রে “কুমিল্লা বিভাগ” গঠনের দাবি দীর্ঘদিনের। বক্তারা সরকারকে দ্রুত কুমিল্লা বিভাগ ঘোষণার আহ্বান জানান এবং এ বিষয়ে জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের কথা তুলে ধরেন।

সমাবেশ শেষে পূবালী চত্বর ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। কুমিল্লাবাসীর একটাই দাবি— “কুমিল্লা নামে বিভাগ চাই।”

কোন মন্তব্য নেই