আজ টিভিতে রোমাঞ্চকর খেলা: লিভারপুল-ম্যানইউ মুখোমুখি, মাঠে নামছে রিয়াল মাদ্রিদও - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজ টিভিতে রোমাঞ্চকর খেলা: লিভারপুল-ম্যানইউ মুখোমুখি, মাঠে নামছে রিয়াল মাদ্রিদও

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আজ টিভিতে রোমাঞ্চকর খেলা: লিভারপুল-ম্যানইউ মুখোমুখি, মাঠে নামছে রিয়াল মাদ্রিদও

আজ (রবিবার, ১৯ অক্টোবর ২০২৫) টিভি পর্দায় থাকছে দিনজুড়ে একাধিক রোমাঞ্চকর খেলা। ক্রিকেট থেকে ফুটবল—সব খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি জমে উঠবে দারুণ সব ম্যাচে ভরপুর উত্তেজনায়।

 ক্রিকেট: নারী ওয়ানডে বিশ্বকাপ

ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের বিপক্ষে নারী ওয়ানডে বিশ্বকাপে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস টিভি, বিকেল ৩টা থেকে

 ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে চার তারকাখচিত দল।

  • টটেনহাম বনাম অ্যাস্টন ভিলা — সন্ধ্যা ৭টা, সরাসরি স্টার স্পোর্টস সিলেক্ট ১

  • লিভারপুল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড — রাত ৯টা ৩০ মিনিট, সরাসরি স্টার স্পোর্টস সিলেক্ট ১

বুন্দেসলিগায়

  • ফ্রেইবার্গ বনাম ফ্রাংকফুর্ট, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সরাসরি সনি টেন ৫

লা লিগায়

  • গেতাফে বনাম রিয়াল মাদ্রিদ, রাত ১টা, সরাসরি ফ্যানকোড

আজকের সূচিতে রয়েছে উত্তেজনা, প্রতিশোধ ও গৌরবের লড়াই—যা মিস করতে চাইবেন না কোনো ফুটবল বা ক্রিকেট ভক্তই।

কোন মন্তব্য নেই