৮ দিনে ৪৭ বার যুদ্ধবিরতি ভঙ্গ: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮ ফিলিস্তিনি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৮ দিনে ৪৭ বার যুদ্ধবিরতি ভঙ্গ: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮ ফিলিস্তিনি

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 

৮ দিনে ৪৭ বার যুদ্ধবিরতি ভঙ্গ: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮ ফিলিস্তিনি

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও থামেনি সহিংসতা। মাত্র আট দিনের ব্যবধানে ইসরায়েল ৪৭ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে গাজার গণমাধ্যম দপ্তর। এসব হামলায় অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত১৪৩ জন আহত হয়েছেন।

গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে, নির্বিচারে গোলাবর্ষণ করছে এবং বেশ কয়েকজনকে আটক করছে। তাদের মতে, “যুদ্ধের সমাপ্তি ঘোষণা সত্ত্বেও দখলদারদের অব্যাহত আগ্রাসন নীতি” পরিস্থিতি আরও জটিল করে তুলছে।

গাজার কর্তৃপক্ষ জাতিসংঘ ও চুক্তির জামিনদার দেশগুলোকে আহ্বান জানিয়েছে—
“ইসরায়েলের আগ্রাসন অবিলম্বে বন্ধে হস্তক্ষেপ করুন এবং নিরস্ত্র বেসামরিক জনগণকে রক্ষা করুন।”

 সবচেয়ে ভয়াবহ হামলা: একই পরিবারের ১১ জন নিহত

শুক্রবার গাজা শহরের জেইতুন এলাকায় একটি বাসে ইসরায়েলি সেনারা হামলা চালায়। এতে একই পরিবারের ১১ জন, যার মধ্যে ৭ শিশু ও ৩ নারী, নিহত হন। নিহতরা আবু শাবান পরিবারভুক্ত, যারা যুদ্ধবিরতির পর নিজেদের ধ্বংসস্তূপে পরিণত বাড়ি দেখতে গিয়েছিলেন।

 রাফাহ ক্রসিং বন্ধ থাকবে

এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন—গাজায় আটক নিহত জিম্মিদের মৃতদেহ ফেরত না দেওয়া পর্যন্ত রাফাহ ক্রসিং পুনরায় খোলা হবে না। তার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, “হামাস নিহত জিম্মিদের দেহ হস্তান্তর না করা পর্যন্ত সীমান্ত বন্ধই থাকবে।”

কোন মন্তব্য নেই