অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যর্থ প্রত্যাবর্তন: শূন্য রানে কোহলি, ৮ রানে রোহিত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যর্থ প্রত্যাবর্তন: শূন্য রানে কোহলি, ৮ রানে রোহিত

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যর্থ প্রত্যাবর্তন: শূন্য রানে কোহলি, ৮ রানে রোহিত

দীর্ঘ বিরতির পর ওয়ানডে ক্রিকেটে ফিরে সুখকর সূচনা করতে পারলেন না ভারতীয় তারকা বিরাট কোহলিরোহিত শর্মা। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে কোহলি আউট হয়েছেন শূন্য রানে, আর রোহিতের সংগ্রহ মাত্র ৮ রান

লম্বা সময় পর ওয়ানডে খেলতে নেমে দুই কিংবদন্তির পারফরম্যান্স হতাশ করেছে সমর্থকদের। নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে ভারত ম্যাচে বৃষ্টির আগে পর্যন্ত ৪ উইকেটে তোলে মাত্র ৪৬ রান

 রোহিত-কোহলির ব্যর্থ প্রত্যাবর্তন

রোহিতকে ফেরান জশ হ্যাজেলউড—শরীর বরাবর উঠে আসা এক বাউন্সারে ব্যাট সরাতে না পেরে ক্যাচ তুলে দেন। অপরদিকে, কোহলি মিচেল স্টার্কের বলে ড্রাইভ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন কুপার কনোলির হাতে। এটি কোহলির ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম ডাক (শূন্য রানে আউট)

দুজনেরই ভারতের জার্সিতে এটি ছিল ২২৩ দিন পর মাঠে ফেরা। সর্বশেষ তারা একসঙ্গে খেলেছিলেন গত ৯ মার্চ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে।

 নতুন অধ্যায়েও ব্যর্থ সূচনা

নতুন অধিনায়ক শুভমান গিলও বড় রান করতে ব্যর্থ হয়েছেন। তিনি ১৮ বলে ১০ রান করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন এলিসের বলে। শ্রেয়াস আইয়ারও ফিরেছেন মাত্র ১১ রানে।

ভারতের ইনিংসের শুরুটাই ছিল বিপর্যয়ে ভরা—শীর্ষ চার ব্যাটারের কেউই দুই অঙ্ক ছাড়াতে পারেননি, যা নতুন যুগের শুরুতেই প্রশ্ন তুলছে ভারতীয় ব্যাটিং লাইনআপ নিয়ে।

কোন মন্তব্য নেই