ওমান থেকে দেশে ফিরল ৭ প্রবাসীর মরদেহ, সকালেই সন্দ্বীপে জানাজা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ওমান থেকে দেশে ফিরল ৭ প্রবাসীর মরদেহ, সকালেই সন্দ্বীপে জানাজা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
ওমানের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে মরদেহগুলো গ্রহণ করে রাতে সীতাকুণ্ডের কুমিরা ঘাটে নিয়ে যান। রবিবার সকালে সেগুলো সন্দ্বীপে পৌঁছানোর পর সকাল সাড়ে ৯টায় পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বলেন,
“রবিবার সকালে সাতজন প্রবাসীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাদের নিজ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হবে।”
নিহত প্রবাসীরা হলেন—
আমিন মাঝি (৫০), মো. সাহাবুদ্দিন (২৮), মো. বাবলু (২৮), মো. রকি (২৭), মো. আরজু (২৬), মো. জুয়েল (২৮) ও মোশারফ হোসেন রনি (২৬)।
তারা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর বিকেল ৪টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান এই সাতজন। মাছ পরিবহনকারী একটি বড় ট্রাক তাদের প্রাইভেটকারে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানান, নিহত সবাই ওমানে বিভিন্ন নির্মাণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
কোন মন্তব্য নেই