মিরপুরের পিচ বিতর্কে মুশফিকের রহস্যময় পোস্টে নতুন জল্পনা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মিরপুরের পিচ বিতর্কে মুশফিকের রহস্যময় পোস্টে নতুন জল্পনা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 মিরপুরের পিচ বিতর্কে মুশফিকের রহস্যময় পোস্টে নতুন জল্পনা



মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের কালো পিচ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে স্পিন সহায়ক সেই উইকেটে অল্প রানের ম্যাচে জয় পায় বাংলাদেশ। পুরো ম্যাচে ১১টি উইকেটই নিয়েছেন স্পিনাররা—যার ফলে পিচের মান, রঙ ও প্রস্তুতি নিয়ে সমালোচনা থামছেই না।

এই আলোচনার মধ্যেই বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন এক রহস্যময় পোস্ট, যা নতুন করে আলোচনায় এনে দিয়েছে পিচ ইস্যুকে।

শনিবার বিকেলে নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডিতে একটি ছোট ভিডিও শেয়ার করেন মুশফিক। সেখানে দেখা যায় শুধু একটি উইকেট বা টার্ফের দৃশ্য। কোনো স্টেডিয়ামের নাম বা নিজের উপস্থিতি তিনি দেখাননি।

ভিডিওটির ক্যাপশনে মুশফিক লেখেন,

“মাশাআল্লাহ! এই সুন্দর টার্ফ উইকেটে দারুণ একটা নেট সেশন কাটালাম।”

তবে ভিডিওতে পিচের দৃশ্য ছাড়া আর কিছুই প্রকাশ না করায় নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানান জল্পনা। অনেকেই ধারণা করছেন, মুশফিক এই পোস্টের মাধ্যমে মিরপুরের কালো উইকেট নিয়েই ব্যঙ্গ করেছেন।

একজন মন্তব্য করেন, “মুশিও এখন মিরপুরের পিচ ট্রল করছে ভাই!”
আরেকজন লিখেছেন, “এটা কি মিরপুরের পিচ না? ঠিক একই রঙের তো!”

যদিও মুশফিক নিজে কোথাও উল্লেখ করেননি এটি কোন ভেন্যুর পিচ, কিংবা কোনো মন্তব্যের জবাবও দেননি। ফলে তার এই পোস্ট ঘিরে রহস্য ও কৌতূহল আরও বেড়েই চলেছে।

উল্লেখ্য, টনি হেমিংয়ের তত্ত্বাবধানে তৈরি মিরপুরের কালো উইকেট নিয়ে ক্রিকেট মহলে চলছে তীব্র বিতর্ক। ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং হলেও স্পিনারদের জন্য তা পরিণত হয়েছে স্বর্গে, যা নিয়ে সমালোচনা-প্রশংসা দুটোই শোনা যাচ্ছে।

কোন মন্তব্য নেই