মা হলেন পরিণীতি চোপড়া, রাঘব চাড্ডার সংসারে নতুন অতিথি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মা হলেন পরিণীতি চোপড়া, রাঘব চাড্ডার সংসারে নতুন অতিথি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মা হলেন পরিণীতি চোপড়া, রাঘব চাড্ডার সংসারে নতুন অতিথি



বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া এবার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে পা রাখলেন। বিয়ের দুই বছর পর মা হয়েছেন তিনি। রবিবার সকালে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি চোপড়া।

স্বামী রাঘব চাড্ডা, যিনি ভারতের রাজ্যসভা সদস্য ও আম আদমি পার্টির (আপ) নেতা, সামাজিক মাধ্যমে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে এই আনন্দের খবর জানিয়েছেন।

বিবৃতিতে পরিণীতি ও রাঘব লিখেছেন,

“অবশেষে তিনি এসে গেছেন! আমাদের ছেলে হয়েছে। আমরা আগের জীবন যেন ভুলে গেছি। আমাদের হৃদয় এখন ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরপুর। প্রথমে আমরা একে অপরকে পেয়েছিলাম, এখন আমাদের সবকিছু আছে।”

সন্তান আগমনের খবর ছড়িয়ে পড়তেই বলিউড তারকাদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নবদম্পতি। অনন্যা পাণ্ডে, কৃতি শ্যানন, রণবীর সিংসহ অনেক সহকর্মী সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে শনিবার দিল্লিতে নিজের শ্বশুরবাড়িতে পৌঁছান অন্তঃসত্ত্বা পরিণীতি। পরদিন সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, এরপরই আসে সুখবর।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে রাজকীয় আয়োজনে বিয়ে করেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। গত আগস্টে তারা জানিয়েছিলেন, খুব শিগগিরই প্রথম সন্তানের মুখ দেখতে যাচ্ছেন। আজ তাদের সেই অপেক্ষার অবসান হলো।

কোন মন্তব্য নেই