মহাকাশে ৭ ঘণ্টা ধরে রহস্যময় গামা রশ্মির বিস্ফোরণ, হতবাক বিজ্ঞানীরা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মহাকাশে ৭ ঘণ্টা ধরে রহস্যময় গামা রশ্মির বিস্ফোরণ, হতবাক বিজ্ঞানীরা
অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
মহাকাশে বিরল এক রহস্যময় ঘটনার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নাসার ফার্মি টেলিস্কোপে ধরা পড়েছে ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী গামা রশ্মির বিস্ফোরণ, যা টানা সাত ঘণ্টা ধরে স্থায়ী ছিল।
বিজ্ঞানীদের মতে, গত ২ জুলাই ‘জিআরবি ২৫০৭০২বি’ নামে এই গামা রশ্মি বিস্ফোরণের সংকেত শনাক্ত হয়। সাধারণত এ ধরনের বিস্ফোরণ কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয়, কিন্তু এবার তা ঘণ্টার পর ঘণ্টা জ্বলজ্বল করেছে, যা অভাবনীয় এক মহাজাগতিক ঘটনা।
গামা রশ্মি বিস্ফোরণ (Gamma Ray Burst) মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী আলোক বিস্ফোরণ হিসেবে পরিচিত। এটি সাধারণত ঘটে কোনো বৃহৎ তারা কৃষ্ণগহ্বরে (Black Hole) পতিত হওয়ার সময়। সেই মুহূর্তে এক্স-রে, অপটিক্যাল ও রেডিও তরঙ্গদৈর্ঘ্যে প্রচণ্ড শক্তির বিকিরণ ছড়িয়ে পড়ে।
যুক্তরাজ্যের লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ড্যানিয়েল পার্লি জানিয়েছেন, এবারের বিস্ফোরণে উচ্চ শক্তির ফোটন শনাক্ত করা গেছে। তবে জেমস ওয়েব টেলিস্কোপ সেখানে কোনো উজ্জ্বল সুপারনোভার (বৃহৎ নক্ষত্র বিস্ফোরণ) চিহ্ন পায়নি। ফলে বিজ্ঞানীরা ধারণা করছেন, ‘হিলিয়াম মার্জিং’ নামক এক অজানা প্রক্রিয়ার ফলেই এই দীর্ঘ বিস্ফোরণ ঘটেছে।
এই অস্বাভাবিক গামা রশ্মি বিস্ফোরণ নিয়ে এখন বিজ্ঞানমহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, এটি সম্ভবত কোনো তারার কৃষ্ণগহ্বরে প্রবেশের ফল নয়, বরং আরও জটিল কোনো মহাজাগতিক প্রক্রিয়ার ইঙ্গিত বহন করছে।

কোন মন্তব্য নেই