বিরামপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বিরামপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫
দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. তাজরুল ইসলাম।
কীভাবে ঘটেছে দুর্ঘটনা
খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশনে পৌঁছানোর আগে স্টেশন থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে সেতু নম্বর ২৭৫ ও পিলার নম্বর ২৪৯–এর মাঝামাঝি স্থানে ওই ব্যক্তি ট্রেন থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিচয় এখনও অজ্ঞাত
এসআই তাজরুল ইসলাম জানান, নিহত ব্যক্তি সম্ভবত একজন হকার ছিলেন। তবে তার নাম ও পরিচয় এখনো জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
কোন মন্তব্য নেই