খুলনা কারাগারে সংঘর্ষের ঘটনায় তিন বন্দী কাশিমপুরে স্থানান্তর

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
খুলনা কারাগারে সংঘর্ষের ঘটনায় তিন বন্দী কাশিমপুরে স্থানান্তর
নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫
খুলনা জেলা কারাগারের ভেতরে সন্ত্রাসী দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন বন্দীকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ঢাকার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকালে পুলিশ পাহারায় প্রিজনভ্যানে করে ওই তিনজনকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। কারা সূত্র জানায়, তালিকাভুক্ত আরও কয়েকজন বন্দীকেও পর্যায়ক্রমে ঢাকায় স্থানান্তর করা হবে।
কারা কর্তৃপক্ষের বক্তব্য
খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন বলেন, “শনিবার রাতে সংঘর্ষের পর ঘটনাটি কারা হেডকোয়ার্টারে জানানো হয়। এরপর শৃঙ্খলাভঙ্গকারী বন্দীদের তালিকা প্রস্তুত করা হয় এবং নির্দেশনা অনুযায়ী তিনজনকে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে স্থানান্তর করা হয়েছে কালা তুহিন, শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ভাই রাব্বি ও জিতুকে। বাকি আসামিদের পরবর্তীতে স্থানান্তর করা হবে।
সংঘর্ষের পটভূমি
শনিবার (১৮ অক্টোবর) খুলনা জেলা কারাগারে গ্রেনেড বাবু গ্রুপ ও কালা লাভলু গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কারা কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে।
সংঘর্ষে অন্তত ৭–৮ জন আহত হন, যার মধ্যে একজন কারারক্ষীও রয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে সতর্ক সংকেত হিসেবে ‘পাগলা ঘণ্টা’ বাজানো হয়।
জানা যায়, সংঘর্ষে অংশ নেন ৪০–৪৫ জন বন্দী। তাদের মধ্যে ছিলেন গ্রেনেড বাবুর ভাই রাব্বি চৌধুরী, হিরন, রুহান–পলাশ গ্রুপের পলাশ, কালা লাভলু, সৈকত ও মইদুলসহ আরও অনেকে।
ঘটনার পর জেল সুপার নাসির উদ্দিন প্রধানের নেতৃত্বে কারারক্ষীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উত্তেজিত বন্দিদের পৃথক লকারে স্থানান্তর করা হয়।
কোন মন্তব্য নেই