বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার দাপুটে জয় ভারতের বিপক্ষে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার দাপুটে জয় ভারতের বিপক্ষে
ক্রীড়া প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫
বৃষ্টির কারণে বারবার ব্যাহত হওয়া ম্যাচে ছন্দ হারায় দুই দলই। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৭ উইকেটে জিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ সূচনা করেছে অস্ট্রেলিয়া।
শনিবার (১৯ অক্টোবর) পার্থে অনুষ্ঠিত ম্যাচটি শুরুতে ৫০ ওভারের হলেও বৃষ্টির কারণে কমে দাঁড়ায় ২৬ ওভারে। প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারত ৯ উইকেটে মাত্র ১৩৬ রান করে। পরে বৃষ্টিবিধ্বস্ত এই ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩১ রান। সেই লক্ষ্য ২১.১ ওভারে ৭ উইকেট হাতে রেখে সহজেই পূরণ করে বিশ্ব চ্যাম্পিয়নরা।
রান তাড়ায় মার্শের নেতৃত্বে অজিদের জয়
রান তাড়ায় শুরুতে কিছুটা বিপদে পড়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারেই ট্রাভিস হেড (৮) ফেরেন আর্শদীপ সিংয়ের বলে। এরপর আরও দুটি উইকেট হারালেও অধিনায়ক মিচেল মার্শের অনবদ্য ব্যাটিংয়ে জয় পায় অজিরা।
৫২ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন মার্শ। তাকে সঙ্গ দেন অভিষিক্ত রেনশ, যিনি ২৪ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।
ভারতের ব্যাটিং ব্যর্থতা
টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের ইনিংস চারবার বৃষ্টির কারণে বন্ধ হয়। দীর্ঘ বিরতির পর মাঠে নেমে বড় রান গড়তে পারেননি কোনো ব্যাটারই।
রোহিত শর্মা ৮ রানে, বিরাট কোহলি শূন্য রানে ও অধিনায়ক শুভমান গিল ১০ রানে আউট হন। শ্রেয়াস আইয়ারও (১১) ব্যর্থ হন।
দলের ভরসা হয়ে দাঁড়ান অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুল। অক্ষর করেন ৩৮ বলে ৩১ রান, রাহুল ৩১ বলে করেন সর্বোচ্চ ৩৮ রান। অভিষেকে নিতিশ কুমার রেড্ডি ১১ বলে দুই ছক্কায় অপরাজিত ১৯ রান যোগ করেন।
অস্ট্রেলিয়ার হয়ে ওয়েন, হেজেলউড ও কুনেমান দুটি করে উইকেট নেন।
সিরিজের পরবর্তী ম্যাচ
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার, অ্যাডিলেডে।
সূত্র: আন্তর্জাতিক ক্রীড়া সংবাদ সংস্থা
কোন মন্তব্য নেই