ময়মনসিংহে বাস চলাচল বন্ধ: দুর্ভোগে যাত্রীরা, অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা
ময়মনসিংহে বাস চলাচল বন্ধ: দুর্ভোগে যাত্রীরা, অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা
অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর ২০২৫ | সময়: বিকেল ২:০০
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব বাস চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (১২ অক্টোবর) ভোর থেকে বন্ধ রয়েছে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জসহ পাঁচ জেলার বাস চলাচলও।
এর ফলে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই বিকল্প যানবাহনে রাজধানীতে ফেরার চেষ্টা করছেন।
জেলা মোটরযান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী ঢাকা-ময়মনসিংহ রুটের সকল বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
পটভূমি
জুলাইযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে এনসিপির নেতাকর্মী ও জুলাইযোদ্ধারা জেলার ইউনাইটেড বাস কাউন্টারে তালা দিয়ে অবস্থান নেন। পরে জেলা প্রশাসন ও পুলিশ আলোচনা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও উত্তেজনা প্রশমিত হয়নি।
পরদিন শনিবার সকাল সাড়ে ১১টার দিকে মাসকান্দা বাস টার্মিনালে এনসিপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতারা অবস্থান ধর্মঘট শুরু করেন। তাদের ব্যানারে লেখা ছিল—
“শহিদ সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ময়মনসিংহের আত্মস্বীকৃত গডফাদার আমিনুল হক (শামীম)-এর মালিকানাধীন সব পরিবহন বন্ধসহ অনতিবিলম্বে গ্রেপ্তার চাই।”
অবস্থানকারীরা চার দফা দাবি জানিয়ে কর্মসূচি অব্যাহত রেখেছেন।
যাত্রীদের দুর্ভোগ
বাস চলাচল বন্ধ থাকায় ঢাকা, গাজীপুর ও টাঙ্গাইলগামী যাত্রীরা বিপাকে পড়েছেন। অনেকেই মাইক্রোবাস, প্রাইভেট কার বা ট্রেনে বিকল্পভাবে যাত্রা করছেন।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘ সময় বাস বন্ধ থাকলে জেলার সঙ্গে রাজধানীর বাণিজ্য ও যোগাযোগ কার্যক্রমেও বড় ধরনের প্রভাব পড়বে।
কোন মন্তব্য নেই