আড়াই শতাধিক শেয়ারের দরপতন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আড়াই শতাধিক শেয়ারের দরপতন


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আড়াই শতাধিক শেয়ারের দরপতন, সপ্তাহের শেষ দিনে কমেছে ডিএসইতে লেনদেন

টাইমস এক্সপ্রেস ২৪

৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে দেখা গেছে মিশ্র প্রবণতা। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে আড়াই শতাধিক শেয়ারের দরপতন হয়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৯৫ পয়েন্ট কমে ৪ হাজার ৯৬৭ পয়েন্টে অবস্থান করছে। অপরদিকে ‘ডিএসইএস’ সূচক ৫ দশমিক ১৩ পয়েন্ট কমে ১,০৩৯ পয়েন্টে নেমে এসেছে। তবে বড় মূলধনী কোম্পানিগুলোর সূচক ‘ডিএস-৩০’ সামান্য ০ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১,৯৪০ পয়েন্টে রয়েছে।

লেনদেনের দিক থেকে দেখা যায়, আজ ডিএসইতে ৪১৯ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের ৪৮৫ কোটি ৪৯ লাখ ১৪ হাজার টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ১০২টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, বিপরীতে ২৫১টি কোম্পানির দর কমেছে। এছাড়া ৩৭টি কোম্পানির দর অপরিবর্তিত ছিল।

বাজার বিশ্লেষকদের মতে, সপ্তাহের শেষ দিনে বিনিয়োগকারীদের মুনাফা গ্রহণ প্রবণতা এবং বাজারে স্বল্পমেয়াদি সতর্কতার প্রভাবেই লেনদেন কমে এসেছে।

কোন মন্তব্য নেই