লেনদেনের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
লেনদেনে শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং, সপ্তাহের শেষ দিনে চাঙা শেয়ারবাজার
টাইমস এক্সপ্রেস ২৪
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ স্থানে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
ডিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) কোম্পানিটির মোট ২৭ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এর মাধ্যমে দিনশেষে লেনদেনের তালিকায় প্রথম অবস্থান দখল করে নেয় প্রতিষ্ঠানটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মনোস্পুল বাংলাদেশ লিমিটেড, যার মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ কোটি ৮৫ লাখ ৬ হাজার টাকা। তৃতীয় স্থানে অবস্থান করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, যেখানে লেনদেন হয়েছে ১৫ কোটি ১২ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার।
বাজার বিশ্লেষকরা বলছেন, সপ্তাহের শেষ দিনে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ধারাবাহিক লেনদেন বৃদ্ধিই বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন।
কোন মন্তব্য নেই