ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা প্রস্তাব - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা প্রস্তাব

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা প্রস্তাব: ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এ যা জানা গেল

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৭:৪৮

সরকার প্রকাশ করেছে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া, যেখানে প্রথমবারের মতো ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব যুক্ত করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রস্তুতকৃত খসড়াটি প্রকাশ করেছে টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক অধিকার সুরক্ষা জোরদার করার লক্ষ্যে।

অধ্যাদেশের মূল প্রস্তাবগুলো

নতুন প্রস্তাবিত এই অধ্যাদেশে—

  • ইন্টারনেট বন্ধ বা স্থগিতের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রয়েছে।

  • বিদ্যমান টেলিযোগাযোগ আইন ও নীতিতে যুগোপযোগী পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

  • খাতটির স্বচ্ছতা ও নাগরিক অধিকার সুরক্ষা নিশ্চিত করতে বেশ কিছু নতুন ধারা সংযোজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,

“প্রস্তাবিত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট অংশীজন ও সাধারণ জনগণের মতামত আহ্বান করা হচ্ছে।”

 মতামত দেওয়ার শেষ সময়

খসড়ার ওপর মতামত পাঠানো যাবে ১৫ নভেম্বর পর্যন্ত
ইমেইলে পাঠাতে হবে: [email protected]
 ডাকযোগে পাঠানোর ঠিকানা:
সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

 উদ্দেশ্য ও প্রত্যাশা

অধ্যাদেশটি কার্যকর হলে বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে ডিজিটাল অধিকার সুরক্ষা ও নেটওয়ার্ক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলে আশা করছে সরকার।

কোন মন্তব্য নেই