প্রাথমিকে ১০ হাজার ২১৯ শিক্ষক নিয়োগ: বৃহস্পতিবার আসছে বড় বিজ্ঞপ্তি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
প্রাথমিকে ১০ হাজার ২১৯ শিক্ষক নিয়োগ: বৃহস্পতিবার আসছে বড় বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৬:৪৭
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ১০ হাজার ২১৯ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে বৃহস্পতিবার (৬ নভেম্বর)।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,
“বিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দেশের জাতীয় পত্রিকাগুলোতে ১০ হাজার ২১৯ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”
প্রথম ধাপের নিয়োগ কোথায় হবে
নতুন বিধিমালা ও কমিটি
বিধিমালা সংশোধন ও নতুন সংযোজন
প্রাথমিক পর্যায়ে বিধিমালায় কিছু ত্রুটি থাকায় বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হয়। পরে ২ নভেম্বর নতুনভাবে সংশোধিত বিধিমালা প্রকাশ করে মন্ত্রণালয়।
নতুন বিধিমালায় ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দটি যুক্ত করা হয়েছে। ফলে বিজ্ঞান বিষয়ের প্রার্থীরাও এখন সরাসরি নিয়োগে অগ্রাধিকার পাবেন।
নিয়োগের যোগ্যতা ও শর্ত
-
প্রধান শিক্ষক পদে:
-
৮০% নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে, ২০% সরাসরি নিয়োগে।
-
পদোন্নতির প্রার্থীর কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা, মৌলিক প্রশিক্ষণ ও স্থায়ীকরণ থাকতে হবে।
-
-
সহকারী শিক্ষক পদে:
-
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
-
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
-
সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
-
কোন মন্তব্য নেই