টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা উইলিয়ামসনের
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা কেইন উইলিয়ামসনের — শেষ হলো এক অধ্যায়
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান কেইন উইলিয়ামসন আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৫ বছর বয়সে এই ফরম্যাটে নিজের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।
টি–টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক উইলিয়ামসন খেলেছেন ৯৩ ম্যাচে, করেছেন ২,৫৭৫ রান, গড় ৩৩.০৬।
২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি চার মাসেরও কম সময় থাকতে উইলিয়ামসনের এমন সিদ্ধান্ত ক্রিকেটবিশ্বে বিস্ময় জাগিয়েছে।
২০১১ সালে নিউজিল্যান্ডের হয়ে টি–টোয়েন্টি অভিষেক হয় উইলিয়ামসনের। নেতৃত্ব দিয়েছেন ৯৩ ম্যাচে। তাঁর নেতৃত্বে নিউজিল্যান্ড পৌঁছেছে ২০১৬ ও ২০২২ সালের সেমিফাইনালে এবং ২০২১ সালের ফাইনালে।
অবসর প্রসঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে উইলিয়ামসন বলেন—
“দীর্ঘদিন ধরে এই সংস্করণের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে। এখনই সময় সরে দাঁড়ানোর—এটি আমার ও দলের জন্য সঠিক সিদ্ধান্ত। এতে ভবিষ্যতের প্রস্তুতিতে দল আরও স্বচ্ছ পরিকল্পনা করতে পারবে।”
তিনি আরও যোগ করেন,
“আমাদের দলে অনেক প্রতিভাবান টি–টোয়েন্টি ক্রিকেটার আছে। মিচেল স্যান্টনার দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছে। এখন সময় এসেছে তাদের এগিয়ে নেওয়ার, আর আমি দূর থেকে তাদের সমর্থন করব।”
২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর সাদা বলের নেতৃত্ব ছেড়ে দেন উইলিয়ামসন। এরপর থেকে তিনি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে আর মাঠে নামেননি। পরিবার, ফ্র্যাঞ্চাইজি লিগ এবং চোটের কারণে তিনি এখন জাতীয় দলে বেছে বেছে খেলেন।
চোটের কারণে সর্বশেষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজেও ছিলেন না উইলিয়ামসন। তবে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে এবং ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
কোন মন্তব্য নেই