বাংলাদেশ দলে অস্থিরতা কাটাতে নতুন উদ্যোগ
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাংলাদেশ দলে অস্থিরতা কাটাতে নতুন উদ্যোগ — টেস্ট নেতৃত্বে ফের নাজমুল হোসেন শান্ত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের হতাশা কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় বাংলাদেশ ক্রিকেট দল। মাঠে পারফরম্যান্সের ঘাটতি, বাইরে সমালোচনার ঝড়—সব মিলিয়ে জাতীয় দলে চলছে অস্থির এক সময়।
এই অস্থিরতা কমাতে দ্রুত পদক্ষেপ নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম ধাপেই এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন—টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে অধিনায়ক হিসেবে আবারও দায়িত্ব পেলেন নাজমুল হোসেন শান্ত।
নাজমুলের প্রত্যাবর্তন টেস্ট নেতৃত্বে
গত জুনে ওয়ানডে নেতৃত্ব হারানোর পর নাজমুল নিজেই টেস্ট অধিনায়কত্ব না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে দীর্ঘ আলোচনা ও বোর্ডের আস্থায় তিনি আবারও দায়িত্ব নিতে রাজি হয়েছেন।
বিসিবির এক সূত্র জানিয়েছে, সহসভাপতি ফারুক আহমেদ নাজমুলের সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলেন। আলোচনায় নাজমুল তাঁর হতাশার কথা তুলে ধরেন, পাশাপাশি দল পরিচালনায় পূর্ণ স্বাধীনতা চেয়ে নেন। আশ্বাস পাওয়ার পরই তিনি পুনরায় নেতৃত্বে ফিরতে সম্মত হন।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন,
“আমরা মনে করি, শান্তর মধ্যে টেস্ট দলকে এগিয়ে নেওয়ার মেধা ও নেতৃত্বগুণ আছে। সে দলের অন্যতম সেরা পারফরমারও।”
ওয়ানডে নেতৃত্বে আর পরিবর্তন নয়
বোর্ডের একাংশ মনে করে, হঠাৎ মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক করা ভুল সিদ্ধান্ত ছিল। তবে এখনই তাকে সরিয়ে আবার পরিবর্তন আনা হবে না, যাতে দলে আরও অস্থিরতা না বাড়ে।
নাজমুলও বোর্ডকে জানিয়েছেন, ড্রেসিংরুমে ইতিবাচক সংস্কৃতি ও স্থিরতা ফিরিয়ে আনার জন্য তিনি কাজ করতে চান।
বোর্ডের বিবৃতিতে নাজমুল বলেন,
“বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব আবারও পাওয়া আমার জন্য সম্মানের। বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ।”
কোচিং স্টাফে পরিবর্তনের সম্ভাবনা
দলের সাম্প্রতিক পারফরম্যান্সে কোচিং স্টাফের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ব্যাটিং অর্ডারে ঘনঘন অদলবদল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কয়েকজন পরিচালক।
তবে নাজমূল আবেদীন জানিয়েছেন,
“আমরা কোচিং স্টাফকে মনিটর করছি। প্রয়োজন মনে হলে পরিবর্তন আনতে দ্বিধা করব না—প্রধান কোচ, ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং—সবই মূল্যায়নের আওতায় আছে।”
বিসিবির মূল লক্ষ্য: স্থিরতা ও ধারাবাহিকতা
বর্তমানে বিসিবির প্রধান লক্ষ্য জাতীয় দলের ড্রেসিংরুমে স্থিরতা ও ঐক্য ফেরানো। নাজমুলের নেতৃত্বে নতুন টেস্ট চক্র শুরু হতে যাচ্ছে সেই লক্ষ্যকে সামনে রেখে।
কোন মন্তব্য নেই