বেসিক ব্যাংকে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বেসিক ব্যাংকে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত
অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সভার সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক (MD) ও সিইও মো. কামরুজ্জামান খান।
সভায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)–এর অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে “মানি লন্ডারিং প্রতিরোধ আইন” ও “সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে করণীয়” বিষয়ে বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন।
উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী ব্যাংকিং খাতে অর্থপাচার রোধ ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধের গুরুত্ব তুলে ধরে বলেন,
“নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চলতে হবে এবং প্রযুক্তিগত সহায়তা নিয়মিত হালনাগাদ করতে হবে।”
সভায় ব্যাংকের পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অর্থপাচার প্রতিরোধ এবং ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।
কোন মন্তব্য নেই