অকার্যকর পাঁচ ব্যাংকে প্রশাসক বসালো সরকার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অকার্যকর পাঁচ ব্যাংকে প্রশাসক বসালো সরকার


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

অকার্যকর পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকে প্রশাসক নিয়োগ, একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

টাইমস এক্সপ্রেস ২৪
৬ নভেম্বর ২০২৫, বুধবার | ঢাকা

আর্থিকভাবে অকার্যকর ঘোষণার পর শরিয়াভিত্তিক পাঁচটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ব্যাংকগুলো পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ তথ্য জানান।

অকার্যকর ঘোষণা করা পাঁচ ব্যাংক হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি


একীভূত হয়ে গঠিত হবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

গভর্নর জানান, এই পাঁচ ব্যাংককে একীভূত করে সরকারি মালিকানাধীন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে নতুন ব্যাংক গঠন করা হবে। যদিও এটি সরকারি ব্যাংক হবে, তবে পরিচালনা হবে বেসরকারি ব্যাংকের মতোই।

“গ্রাহকসেবায় কোনো বিঘ্ন ঘটবে না,” বলেন গভর্নর। “আগের নামেই ব্যাংকগুলোতে এলসি খোলা, আমানত, চেক নিষ্পত্তি ও রেমিট্যান্স কার্যক্রম চলবে।”


প্রশাসকদের দায়িত্বে কারা আছেন

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ অনুযায়ী—

  • এক্সিম ব্যাংকে নির্বাহী পরিচালক শওকাতুল আলম

  • সোশ্যাল ইসলামী ব্যাংকে নির্বাহী পরিচালক সালাহ উদ্দিন

  • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার

  • গ্লোবাল ইসলামী ব্যাংকে পরিচালক মো. মোকসুদুজ্জামান

  • ইউনিয়ন ব্যাংকে পরিচালক মোহাম্মদ আবুল হাসেম
    প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।


আমানতকারীদের নিরাপত্তা ও অর্থ উত্তোলন

গভর্নর জানান, নভেম্বর থেকেই আমানতকারীরা তাদের অর্থ উত্তোলন করতে পারবেন। প্রথম ধাপে ২ লাখ টাকার নিচের আমানতকারীরা অর্থ তুলতে পারবেন। এরপর ধাপে ধাপে বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হবে।

বর্তমানে এই পাঁচ ব্যাংকে ৭৫ লাখ আমানতকারী৭৫০টি শাখা রয়েছে। ব্যাংকগুলোতে মোট আমানত ১ লাখ ৪২ হাজার কোটি টাকা, বিপরীতে ঋণ ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা— যার মধ্যে ৭৬ শতাংশই খেলাপি ঋণ


শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য ‘শূন্য’ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এই পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের বিষয়ে গভর্নর বলেন,

“ব্যাংকগুলোর ইকুইটি বর্তমানে ঋণাত্মক। তাই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য শূন্য ধরা হয়েছে, কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না।”

তিনি আরও জানান, কিছু ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু (NAV) ঋণাত্মক ৪২০ টাকা পর্যন্ত নেমে গেছে।


নতুন ব্যাংকের মূলধন কাঠামো

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সম্মিলিত ইসলামী ব্যাংকের পেইড-আপ ক্যাপিটাল হবে ৩৫ হাজার কোটি টাকা
এর মধ্যে—

  • ২০ হাজার কোটি টাকা দেবে সরকার,

  • ১৫ হাজার কোটি টাকার বিনিময়ে আমানতকারীরা শেয়ার পাবেন

গভর্নর বলেন, “এই ব্যাংক হবে দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক।”

কোন মন্তব্য নেই