অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.১৭ শতাংশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.১৭ শতাংশ


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.১৭ শতাংশ, খাদ্যপণ্যে স্বস্তি কিন্তু বাড়ছে সেবাখাতে ব্যয়

টাইমস এক্সপ্রেস ২৪

৫ নভেম্বর ২০২৫, বুধবার

দেশে গত অক্টোবরে মূল্যস্ফীতি সামান্য কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৭ শতাংশে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। বুধবার (৫ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যপণ্যের দাম কিছুটা কমায় সামগ্রিক মূল্যস্ফীতিতে স্বস্তি এসেছে। অক্টোবরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ৭ দশমিক ০৮ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ।

তবে খাদ্য-বহির্ভূত খাতে ব্যয় বেড়েছে। অক্টোবরে খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ১৩ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৮৯ শতাংশ।

বিবিএস বিশ্লেষণে বলা হয়, খাদ্যপণ্যে দাম কিছুটা কমলেও পরিবহন, চিকিৎসা ও সেবা খাতে ব্যয় বৃদ্ধির প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আমদানি ব্যয় ও জ্বালানি খরচ বৃদ্ধির কারণে খাদ্য-বহির্ভূত খাতে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

কোন মন্তব্য নেই