যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান বেলাল হোসেন
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. বেলাল হোসেন
টাইমস এক্সপ্রেস ২৪
৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক যমুনা ব্যাংক পিএলসি–এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ব্যাংকটির সাম্প্রতিক পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
সূত্র মতে, মো. বেলাল হোসেন দেশের একজন সফল উদ্যোক্তা ও ব্যাংকিং খাতের অভিজ্ঞ সংগঠক। সম্প্রতি তিনি চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞ উদ্যোক্তা হিসেবে তাঁর নেতৃত্ব যমুনা ব্যাংকের পরিচালনাগত দক্ষতা ও ব্যবসায়িক সম্প্রসারণে নতুন গতি যোগ করবে।
কোন মন্তব্য নেই