বিনিয়োগকারীদের বিশ্লেষণ ক্ষমতাই পুঁজিবাজারে সফলতার মূলমন্ত্র: ডিএসই পরিচালক
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বিনিয়োগকারীদের বিশ্লেষণ ক্ষমতাই পুঁজিবাজারে সফলতার মূলমন্ত্র: ডিএসই পরিচালক
টাইমস এক্সপ্রেস ২৪
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক অধ্যাপক মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.) বলেছেন, শেয়ারবাজারে সফল বিনিয়োগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিনিয়োগকারীদের নিজস্ব বিশ্লেষণ ক্ষমতা। তিনি বলেন, “পুঁজিবাজারে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে টেকনিক্যাল এনালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মূল ভিত্তি হলো চাহিদা ও যোগানের ওপর মূল্য নির্ধারণ।”
তিনি আরও বলেন, “শুধু ফান্ডামেন্টাল এনালাইসিস যথেষ্ট নয়; বরং টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস একে অপরের পরিপূরক। টেকনিক্যাল এনালাইসিস বিনিয়োগ সিদ্ধান্তে একটি কার্যকর সিগন্যাল প্রদান করে।”
বুধবার (৫ নভেম্বর) ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত চার দিনব্যাপী ‘বেসিক টেকনিক্যাল এনালাইসিস’ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান, ফিনটেলেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রিসোর্স পারসন শামনুন বিন জাফরসহ অন্যান্য কর্মকর্তারা।
অধ্যাপক কামরুজ্জামান আরও বলেন, “পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য বিনিয়োগকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। নিয়মিত প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি ও তথ্যভিত্তিক সিদ্ধান্তই শক্তিশালী ও টেকসই পুঁজিবাজার গঠনে সহায়ক।”
চার দিনব্যাপী এই কর্মশালায় টেকনিক্যাল ইনডিকেটরস, ট্রেডিং সিস্টেম, মার্কেট এনালাইসিস, রিস্ক ম্যানেজমেন্টসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ফিনটেলেক্ট লিমিটেডের এমডি শামনুন বিন জাফর, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের সিনিয়র পোর্টফোলিও অ্যানালিস্ট মুস্তফা জাইন উদ্দিন, এবং ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের হেড অব রিসার্চ মো. হাসিব রেজা।
কোন মন্তব্য নেই