আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে এমডি নিয়োগ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে এমডি নিয়োগ


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নতুন এমডি হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ রাফাত উল্লাহ খান

টাইমস এক্সপ্রেস ২৪

৩ নভেম্বর ২০২৫, সোমবার | দুপুর ২:১১ মিনিট

পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ মোহাম্মদ রাফাত উল্লাহ খানকে নতুন এমডি হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে সোমবার (৩ নভেম্বর) এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মোহাম্মদ রাফাত উল্লাহ খান এর আগে ব্যাংকটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পরিচালনা পর্ষদের অনুমোদনের পর তিনি আনুষ্ঠানিকভাবে ব্যবস্থাপনা পরিচালক (Managing Director) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

ব্যাংক সূত্র জানায়, রাফাত উল্লাহ খানের নেতৃত্বে ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ ও ইসলামী ব্যাংকিং খাতে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই