জেএমআই হসপিটালের পর্ষদ সভার তারিখ ঘোষণা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
জেএমআই হসপিটালের পর্ষদ সভা ১৩ নভেম্বর, পর্যালোচনা হবে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন
টাইমস এক্সপ্রেস ২৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড তাদের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে সোমবার (৩ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, উক্ত সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভায় প্রতিবেদন অনুমোদন পেলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড দেশের চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে পরিচিত।
কোন মন্তব্য নেই