ডিজিটাল ব্যাংক স্থাপনে বাংলাদেশ ব্যাংকে ১২ প্রতিষ্ঠানের আবেদন
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ডিজিটাল ব্যাংক স্থাপনে বাংলাদেশ ব্যাংকে ১২ প্রতিষ্ঠানের আবেদন
টাইমস এক্সপ্রেস ২৪
৩ নভেম্বর ২০২৫, সোমবার (সন্ধ্যা ৭:২৪)
বাংলাদেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য দেশি-বিদেশি ১২টি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকে আবেদন জমা দিয়েছে।
সোমবার (৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংক জানায়, চতুর্থ শিল্পবিপ্লবের সম্ভাবনা কাজে লাগিয়ে দেশের আর্থিক খাতে দক্ষতা বাড়ানো এবং সবার জন্য সহজলভ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করাই ডিজিটাল ব্যাংক চালুর মূল উদ্দেশ্য।
ডিজিটাল ব্যাংকে কোনো শাখা, উপশাখা বা এটিএম বুথ থাকবে না — সব ধরনের ব্যাংকিং সেবা দেওয়া হবে মোবাইল অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে।
নীতিমালা অনুযায়ী, একটি ডিজিটাল ব্যাংক স্থাপনে ন্যূনতম ৩০০ কোটি টাকার পরিশোধিত মূলধন থাকতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তা, প্রান্তিক জনগোষ্ঠী ও অবহেলিত জনগণের কাছে সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন—এই উদ্যোগের মূল লক্ষ্য।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক নীতিমালা অনুমোদন করে। শুরুতে মূলধন নির্ধারণ করা হয়েছিল ১২৫ কোটি টাকা, পরে তা বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়। প্রচলিত ব্যাংকের তুলনায় এটি তুলনামূলকভাবে কম, যেখানে ন্যূনতম মূলধন প্রয়োজন ৫০০ কোটি টাকা।
ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদান করা হবে ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, এবং পেমেন্ট সার্ভিস পরিচালিত হবে ২০১৪ সালের বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেম রেগুলেশন অনুযায়ী।
গত ২৬ আগস্ট ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদন আহ্বান করে বাংলাদেশ ব্যাংক। প্রথমে শেষ সময় নির্ধারিত ছিল ৩০ সেপ্টেম্বর, তবে প্রস্তাবনা জমা দেওয়ার সুবিধার্থে সময় বাড়িয়ে ২ নভেম্বর বিকেল ৬টা পর্যন্ত করা হয়।
কোন মন্তব্য নেই