গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বৈদেশিক বিনিয়োগে রেকর্ড বৃদ্ধি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বৈদেশিক বিনিয়োগে রেকর্ড বৃদ্ধি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বৈদেশিক বিনিয়োগে রেকর্ড বৃদ্ধি

টাইমস এক্সপ্রেস ২৪ 

৩ নভেম্বর ২০২৫, সোমবার (বিকেল ৫:৪২)

গণঅভ্যুত্থান-পরবর্তী প্রথম বছরেই বাংলাদেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বেড়েছে ১৯ দশমিক ১৩ শতাংশ, যা বৈশ্বিক প্রবণতার সম্পূর্ণ বিপরীত এক অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

সাম্প্রতিক অর্থনৈতিক পরিসংখ্যানে দেখা গেছে, সাধারণত রাজনৈতিক অস্থিরতা বা শাসন পরিবর্তনের পর অধিকাংশ দেশে বিদেশি বিনিয়োগ হ্রাস পায়। কিন্তু বাংলাদেশ এই ধারা ভেঙে বিনিয়োগ-বান্ধব পরিবেশ ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মণ্ডলের উদ্ধৃতি দিয়ে সোমবার (৩ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, বিশ্বব্যাংকের ডাটা বিশ্লেষণে দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে যেসব দেশে গণঅভ্যুত্থান হয়েছে, সেসব দেশে পরবর্তী এক বছরে এফডিআই উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। উদাহরণস্বরূপ —

  • শ্রীলঙ্কায় (২০২২) এফডিআই কমেছে ১৯.৪৯%

  • চিলিতে (২০১৯) কমেছে ২৫.৬৮%

  • সুদানে (২০২১) ২৭.৬০%

  • ইউক্রেনে (২০১৪) ৬১.২১%

  • মিশরে (২০১১) ১০৭.৫৫%

  • ইন্দোনেশিয়ায় (১৯৯৮) ১৬১.৪৯%

এই বৈশ্বিক পতনের বিপরীতে বাংলাদেশের এফডিআই প্রবৃদ্ধি আন্তর্জাতিক মহলে অর্থনৈতিক আস্থা ও স্থিতিশীলতার ইতিবাচক বার্তা দিয়েছে।

এ প্রসঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) আশিক চৌধুরী বলেন,

“বাংলাদেশের সবচেয়ে বড় গুণ হলো প্রতিকূলতা সত্ত্বেও বাউন্স ব্যাক করার অদ্ভুত ক্ষমতা। গণঅভ্যুত্থানের পরও এফডিআই বৃদ্ধিই তার প্রমাণ। সঠিক অর্থনৈতিক নীতি, বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের সক্রিয় ভূমিকা, এবং প্রাইভেট সেক্টরের স্পৃহা এই সাফল্যের মূল চালিকা শক্তি।”

তিনি আরও জানান, বিডা শিগগিরই বছরের পূর্ণাঙ্গ ‘ইনভেস্টমেন্ট রিপোর্ট কার্ড’ প্রকাশ করবে, যেখানে এফডিআই প্রবৃদ্ধির বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করা হবে।

কোন মন্তব্য নেই