‘অ্যাওয়ার্ড পেলে নিজেকে মাটিতে নামাতে হয়
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
‘অ্যাওয়ার্ড পেলে নিজেকে মাটিতে নামাতে হয়’ — স্থপতি মেরিনা তাবাশ্যুমের অনুপ্রেরণামূলক
প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার সকালে রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
মেরিনা তাবাশ্যুম বলেন,
“প্রশংসা অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অ্যাওয়ার্ড পাওয়ার পর মানুষজন ডাকে, কথা বলতে চায়, বক্তৃতার আমন্ত্রণ দেয়—এসবের মাঝে নিজের মূল কাজের সময় হারিয়ে যায়। তাই নিজেকে মাটিতে গ্রাউন্ডেড রাখাটা খুব জরুরি।”
তিনি আরও যোগ করেন,
“স্থপতি হিসেবে আমরা সবসময় আশা নিয়ে কাজ করি। যত দুর্যোগই আসুক, আমাদের কাজ ভবিষ্যতের প্রতি বিশ্বাস রাখে। তাই আমি দিনের শুরুতে নেতিবাচক খবর পড়ি না—দিনটিকে ইতিবাচক ভাবনায় শুরু করতে চাই।”
‘সত্যই সাহস’—এই স্লোগানকে সামনে রেখে প্রথম আলো তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি পালন করছে। সকালে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সহযোগী সম্পাদক সুমনা শারমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রীতি সমাবেশে ছিল আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও সেরা কর্মীদের পুরস্কার প্রদান।
কোন মন্তব্য নেই