৯ মাসে ৩৩ হাজার কোটি টাকার ব্যবসা করেছে বিএটিবিসি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৯ মাসে ৩৩ হাজার কোটি টাকার ব্যবসা করেছে বিএটিবিসি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

৯ মাসে ৩৩ হাজার কোটি টাকার ব্যবসা করেছে বিএটিবিসি, মুনাফা কমেছে ৪৬%

টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৮:৩০

বহুজাতিক সিগারেট প্রস্তুতকারক ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) চলতি বছরের প্রথম ৯ মাসে প্রায় ৩৩ হাজার কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে প্রায় ৭ শতাংশ, তবে মুনাফা কমেছে ৪৬ শতাংশ

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিএটিবিসির বিক্রি বেড়েছে ৩০ হাজার ৮৪৩ কোটি টাকা থেকে ৩২ হাজার ৯৫১ কোটি টাকায়। কিন্তু একই সময়ে মুনাফা নেমে এসেছে ১,৩২৩ কোটি টাকা থেকে ৭২০ কোটিতে, অর্থাৎ কমেছে ৬০৩ কোটি টাকা


কেন কমল মুনাফা

আয় বাড়লেও মুনাফা কমার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—

  • সিগারেটের ওপর সম্পূরক শুল্ক ও ভ্যাট বৃদ্ধি,

  • কারখানা ও প্রধান কার্যালয় স্থানান্তরজনিত ব্যয় বৃদ্ধি।

চলতি বছরের প্রথম ৯ মাসে বিএটিবিসির শুল্ক ও ভ্যাট বাবদ ব্যয় হয়েছে ২৭,১৯৬ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৩,২৯০ কোটি টাকা বেশি (বৃদ্ধি প্রায় ১৪%)। ফলে বিক্রিবৃদ্ধি সত্ত্বেও প্রকৃত আয় কমেছে।


 স্থানান্তরে খরচ ২১২ কোটি টাকা

কোম্পানিটি চলতি বছরের জুনে মহাখালী থেকে সাভারের আশুলিয়ায় কারখানা স্থানান্তর শুরু করে। প্রায় ৬০ বছর পর রাজধানীর বাইরে এটি স্থানান্তর করা হয়।
এই প্রক্রিয়ায় কারখানা ও প্রধান কার্যালয় সরিয়ে নিতে খরচ হয়েছে ২১২ কোটি টাকার বেশি


প্রান্তিকভিত্তিক ফলাফল

জুলাই–সেপ্টেম্বর ২০২৫ (তৃতীয় প্রান্তিক):

  • আয়: ৯,৪৬৮ কোটি টাকা

  • মুনাফা: ৩০৫ কোটি টাকা

জুলাই–সেপ্টেম্বর ২০২৪ (গত বছর):

  • আয়: ৮,৫০৪ কোটি টাকা

  • মুনাফা: ৩৯৭ কোটি টাকা

অর্থাৎ বছরওয়ারি তুলনায় ব্যবসা বেড়েছে প্রায় ১১%, কিন্তু মুনাফা কমেছে প্রায় ২৩%


 সারসংক্ষেপ

সূচকজানুয়ারি–সেপ্টেম্বর ২০২৪জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫পরিবর্তন
মোট বিক্রি৩০,৮৪৩ কোটি টাকা৩২,৯৫১ কোটি টাকা+৭%
মুনাফা১,৩২৩ কোটি টাকা৭২০ কোটি টাকা−৪৬%
শুল্ক ও ভ্যাট ব্যয়২৩,৯০৬ কোটি টাকা২৭,১৯৬ কোটি টাকা+১৪%
স্থানান্তর খরচ২১২ কোটি টাকা

বিশ্লেষণ

অর্থনীতিবিদদের মতে, বিএটিবিসির এই আর্থিক ফলাফল দেখাচ্ছে যে কর ও উৎপাদন ব্যয় বেড়ে গেলে লাভজনকতা কমে যায়, এমনকি বিক্রি বাড়লেও।
তারা বলছেন, উৎপাদন খরচের পাশাপাশি সরকারের করনীতি কোম্পানিটির ভবিষ্যৎ মুনাফার কাঠামোতেও প্রভাব ফেলতে পারে।

কোন মন্তব্য নেই