ইসলামিক ফাইন্যান্সের চেয়ারম্যানের শেয়ার ক্রয়
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যানের ২ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন
টাইমস এক্সপ্রেস ২৪
৩ নভেম্বর ২০২৫, সোমবার | সকাল ১১:০৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি–র চেয়ারম্যান আবুল কাসেম হায়দার পূর্বঘোষণা অনুযায়ী নিজের কোম্পানির শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তিনি কোম্পানির ২ লাখ শেয়ার ক্রয় করেছেন।
এর আগে, গত ১৯ অক্টোবর শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন তিনি। পরবর্তীতে ঘোষণার ভিত্তিতে লেনদেন সম্পন্ন করে তা ডিএসই–কে অবহিত করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, পরিচালনা পর্ষদের সদস্যদের শেয়ার ক্রয় কোম্পানির প্রতি আস্থার প্রতিফলন ঘটায়, যা বাজারে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হয়।
কোন মন্তব্য নেই