যুক্তরাষ্ট্র থেকে আরও ৬১ হাজার টন গম এসেছে চট্টগ্রাম বন্দরে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যুক্তরাষ্ট্র থেকে আরও ৬১ হাজার টন গম এসেছে চট্টগ্রাম বন্দরে


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আরও ৬১ হাজার টন গম এসেছে চট্টগ্রাম বন্দরে

টাইমস এক্সপ্রেস ২৪

৩ নভেম্বর ২০২৫, সোমবার | দুপুর ২:২০ মিনিট

বাংলাদেশে খাদ্য নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্র থেকে আরও প্রায় ৬১ হাজার মেট্রিক টন গম এসে পৌঁছেছে। দেশটি থেকে দ্বিতীয় চালানের ৬০ হাজার ৮০২ টন গম বহনকারী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে।

সোমবার (৩ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সরকারি পর্যায়ের সমঝোতা স্মারক (MoU) অনুসারে নগদ ক্রয় চুক্তি জিটুজি (G2G) এর অধীনে এই গম আমদানি করা হচ্ছে।

চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হবে। এর আগে, প্রথম চালানে গত ২৫ অক্টোবর দেশে আসে ৫৬ হাজার ৯৫৯ টন গম।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই