সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে: অ্যার্টনি জেনারেল
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে: অ্যাটর্নি জেনারেল
টাইমস এক্সপ্রেস ২৪
৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার | ঢাকা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি মত দিয়েছেন, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করা যেতে পারে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের নবম দিনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ
এর আগে বুধবারও প্রায় দেড় ঘণ্টা ধরে তিনি শুনানি করেন।
অ্যাটর্নি জেনারেলের যুক্তি
শুনানিতে তিনি বলেন,
“সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায় বহাল থাকা উচিত নয়। রায়টি পরিবর্তন প্রয়োজন। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক রায় প্রদানের সময় দণ্ডনীয় অপরাধ করেছেন।”
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হলে সাংবিধানিক ভারসাম্য রক্ষা পাবে এবং ভবিষ্যতে নির্বাচনী প্রক্রিয়া আরও নিরপেক্ষ হবে।
প্রেক্ষাপট
২০১১ সালে সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়েছিল।
কোন মন্তব্য নেই