মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্সের আয় কমেছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্সের আয় কমেছে

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্সের আয় কমেছে ২৭ শতাংশ: তৃতীয় প্রান্তিকে মুনাফায় ধস

টাইমস এক্সপ্রেস ২৪
১ নভেম্বর ২০২৫, শনিবার | বিকেল ৩:৪৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানি মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্স পিএলসি ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় কমেছে প্রায় ২৬.৬৬ শতাংশ

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয় — এমন তথ্য জানিয়েছে কোম্পানি সূত্র।

চলতি হিসাববছরের জুলাই–সেপ্টেম্বর ২০২৫ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ১১ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে আয় ছিল ১৫ পয়সা। অর্থাৎ, প্রান্তিকভিত্তিক আয় কমেছে প্রায় ২৭ শতাংশ

অন্যদিকে, জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত (তিন প্রান্তিক মিলিয়ে) কোম্পানিটির মোট শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৬৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৭০ পয়সা

আলোচ্য সময়ে মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্সের শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৪ পয়সা

বিশ্লেষকদের মতে, বিনিয়োগ আয় ও প্রিমিয়াম আয়ের ধীরগতির কারণে বীমা খাতের বেশ কিছু কোম্পানির মতোই মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্সও আয় সংকোচনের মুখে পড়েছে।

কোন মন্তব্য নেই