আয় বেড়েছে কোহিনূর কেমিক্যালের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আয় বেড়েছে কোহিনূর কেমিক্যালের


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

কোহিনূর কেমিক্যালের আয় বেড়েছে ৩৩ শতাংশ: প্রথম প্রান্তিকে শক্তিশালী আর্থিক ফলাফল

টাইমস এক্সপ্রেস ২৪
১ নভেম্বর ২০২৫, শনিবার | সন্ধ্যা ৬:২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর ২০২৫) আয় ও মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে।

শনিবার (১ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয় — এমন তথ্য জানিয়েছে কোহিনূর কেমিক্যালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ডিল্যুটেড শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ৪ টাকা ১০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৭ পয়সা। অর্থাৎ, আয় বেড়েছে প্রায় ৩৩ শতাংশ

এ ছাড়া, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৭০ টাকা ৭৭ পয়সা, যা কোম্পানির আর্থিক স্থিতিশীলতা ও সম্পদভিত্তি বৃদ্ধির ইঙ্গিত দেয়।

বিশ্লেষকরা বলছেন, স্থানীয় বাজারে বিক্রিবৃদ্ধি ও উৎপাদন দক্ষতা বৃদ্ধির ফলে কোহিনূর কেমিক্যালের আয় বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকতে পারে।

কোন মন্তব্য নেই